Print

SomoyKontho.com

অঘটনের উইম্বলডনে তৃতীয় রাউন্ডে আলকারাজক-সাবালেঙ্কা

প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২৫ , ১০:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ৩, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

অঘটনের উইম্বলডনে তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। আলকারাজ হারিয়েছেন অলিভার টারভেটকে ও মেরি বুৎসকোভার পরাজিত হয়েছেন সাবালেঙ্কার কাছে।

ম্যাচে খুব সহজেই জয় পেয়েছেন আলকারাজ। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন ব্রিটিশ খেলোয়াড় অলিভার টারভেটকে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৭৩৩ নম্বরে থাকা টারভেটকে হারাতে আলকারাজের সময় লেগেছে দুই ঘণ্টা ১৭ মিনিট।

এদিকে মেয়েদের বিভাগে তৃতীয় রাউন্ডে উঠতে বেশ কষ্ট করতে হয়েছে সাবালেঙ্কাকে। যদিও সরাসরি সেটে জিতেই তিনি। কিন্তু দুটি সেটেই বিশ্বের ৪৫ নম্বর খেলোয়াড় চেক প্রজাতন্ত্রের মেরি বুৎসকোভার বিপক্ষে লড়াই করতে হয়েছে। প্রথম সেটটি টাইব্রেকারে জয়ের পর দ্বিতীয় সেটটি জিতেছেন ৬-৪ গেমে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]