Print

SomoyKontho.com

আমি চাই গাজার বাসিন্দারা নিরাপদে থাকুক: ট্রাম্প

প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৫ , ২:৫১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৪, ২০২৫, ২:৫১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক, এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

ট্রাম্প কি এখনও চান যে, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিক— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এ বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথম গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাব দেন, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। চলতি সপ্তাহের শুরুতেও ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ‘আগামী সপ্তাহের মধ্যে’ গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে এবং তিনি ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে গাজা ও ইরান দুই বিষয় নিয়েই আলোচনা হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]