Print

SomoyKontho.com

নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে: জামায়াত আমির

প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৫ , ১০:২২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৪, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে। যে জনগণ শেখ হাসিনাকে বিদায় করেছে, সেই জনগণ ষড়যন্ত্রও মোকাবেলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির তার বক্তব্যে বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি, বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি। বহু ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই- এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল। দোর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল। মান্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এতো মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না ইনশাআল্লাহ।’

লালমনিরহাটের পাটগ্রাম থানায় ভাংচুরের ঘটনা উল্লেখ করে ডা. শফিকুর রহমান দাবি করেন, একদল লোক সারা বাংলাদেশকে পাটগ্রাম বানিয়ে ফেলেছে। এ অবস্থায় নির্বাচনে কালো টাকার কোনও খেলা হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তার মতে, সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। জামায়াত সেই সংস্কারগুলোর কথা বলেছে। সংস্কারগুলো তারা আদায় করে ছাড়বেনই।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সংখ্যালঘু-সংখ্যাগুরু মানে না। জামায়াতের কাছে সবাই বাংলাদেশি। জামায়াত দেশের মালিক হতে চায় না, জনগণের পাহারাদার হতে চায় বলেও আশ্বাস দেন দলটির আমির।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]