Print

SomoyKontho.com

শুধু হসিনা নয়, দুর্নীতিবাজ-মাফিয়াদেরও পরিবর্তন চেয়েছি: নাহিদ ইসলাম

প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২৫ , ৭:৫৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৫, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু শেখ হাসিনার পরিবর্তন চাইনি, দুর্নীতিবাজ ও মাফিয়াদেরও পরিবর্তন চেয়েছি। সংস্কারের পর জাতীয় সংসদ নির্বাচন চাওয়ার কথাও বলেছেন তিনি।

এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার (৫ জুলাই) বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে দলটি আয়োজিত সমাবেশে এ কথা বলেন এনসিপি আহ্বায়ক।

নাহিদ ইসলাম আরও বলেছেন, আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম। এ বছর শহীদ মিনারে ৩ আগস্ট একইভাবে বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা হবে। নিশ্চিতভাবে সেই ইশতেহারে জয়পুরহাটবাসীর ভবিষ্যত মুক্তির কথাও থাকবে।

এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়ক ফিরোজ আলমগীরের সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জয়পুরহাট জেলার যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]