Print

SomoyKontho.com

আর নয় হলদেটে দাঁত

প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০১৬ , ১১:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ১০, ২০১৬, ১১:৫৬ পূর্বাহ্ণ

সময়কণ্ঠ ডেক্স

সুন্দর হাসি আর মুখের সুস্থতার জন্য চাই ঝকঝকে উজ্জ্বল দাঁত। কিন্তু আমাদের অনেকের দাঁতেই হলদেটে দাগ থাকে অনেক চেষ্টায়ও যা দূর হয় না। এটাকে যারা সমস্যা ভাবছেন তাদের জন্য মাত্র ২ মিনিটের সমাধান।

লাল টকটকে স্ট্রবেরি ফল তো আমরা সবাই চিনি। আর এর গুণের কথাও এরই মধ্যে জানা হয়ে গেছে।

এই স্ট্রবেরি আর বেকিং সোডা দিয়ে শুধুমাত্র একবার দাঁত ব্রাশ করেই আপনি অবাক হবেন দাঁতের রং –এর পার্থক্য দেখে।

এজন্য যা করতে হবে:
স্ট্রবেরি ১টি ও আধা চা চামচ বেকিং সোডা নিয়ে পেস্ট তৈরি করে ব্রাশে নিয়ে দুই মিনিট ব্রাশ করুন। এরপর ঠাণ্ডা পানিতে মুখের ভেতর ভালো ভাবে ধুয়ে নিন।

আয়নায় তাকিয়ে এবার ঝকঝকে সাদা দাঁতে মিষ্টি করে হাসুন।

সপ্তাহে ১ বার নিয়মিত এভাবে ব্রাশ করলে, সব সময়ই দাঁত এমন সুন্দর থাকবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]