রাজধানীর ফার্মগেট, মগবাজার ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রোববার (৬ জুলাই) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ফার্মগেট এলাকার স্থানীয়রা জানান, রাতে হঠাৎ এসে রাস্তায় দুইটা ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্ত। এর একটি বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। এ সময় পা দিয়ে ককটেলটি সরাতে গেলে সেটি বিস্ফোরিত হয়ে আহত হন ফুটপাতের এক আম বিক্রেতা। পরে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
মগবাজারে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করা লোকজন বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
মহাখালী এলাকার স্থানীয়রা জানিয়েছেন, রাতে মহাখালী এসকেএসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]