শ্রীলঙ্কাকে ২৮৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। ব্যাটার কুশল মেন্ডিসের অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় পুঁজি পেয়েছে স্বাগতিকরা।
পাল্লেকেলেতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে তানজিম সাকিবে ধরাশায়ী হন নিশান মাদুশকা। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে ইনিংস এগিয়ে নেয়ার দায়িত্ব নেন পাথুম নিশাঙ্কা। সেই পাথুমকে ৩৫ রানে আটকে দেন স্পিনার তানভির ইসলাম। কামিন্দু মেন্ডিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। তবে আগ্রাসী ব্যাটিংয়ে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। তাকে নিয়ে ১২৪ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৫৮ রানে তাসকিনের শিকার হয়ে ফেরেন চারিথ আসালাঙ্কা।
বেশিক্ষণ টিকতে পারেননি জানিত লিয়ানাগে। মিরাজের বলে হিট উইকেট হয়ে আউট হওয়ার আগে ১৭ বলে ১২ রান করেন তিনি। এরপর নিজের বলে দারুণ ক্যাচ নিয়ে কুশল মেন্ডিসকে প্যাভিলিয়নের পথ দেখান শামীম হোসেন পাটোয়ারি। ১১৪ বলে ১২৪ রান করে ফেরেন মেন্ডিস। এই রান করতে ১৮টি বাউন্ডারি মারেন তিনি। পরে হাসারাঙ্গা আর দুশমান্ত চামিরার কল্যাণে লঙ্কানরা তোলে ৭ উইকেট ২৮৫ রান।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
বিরতির পর ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে তামিম-ইমনরা। সিরিজ এখন ১-১ এ সমতায়। সিরিজ জিততে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। হাসান মাহমুদের বদলে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। অপরদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে শ্রীলঙ্কা।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]