Print

SomoyKontho.com

‘ইরানে হামলা জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সঙ্কেত নেয়ার প্রয়োজন হয়নি ইসরায়েলের’

প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৫ , ৭:১৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৮, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেশটির সাবেক অ্যাম্বাসেডর মাইকেল ওরেন এক সাক্ষাৎকারে দাবি করেছেন ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ইরানে হামলার জন্য অনুমতি চায়নি। তিনি মূলত যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

সাবেক এই রাষ্ট্রদূত বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সম্পর্ক বজায় রাখতে পারছে ‘কারণ যুক্তরাষ্ট্রে একটি বড় জনগোষ্ঠী আছে যাদের ইসরায়েল প্রভাবিত করতে পারে। বিরোধী জনমতও আছে, কিন্তু এখানে একটি খুব শক্তিশালী ভিত্তি রয়েছে, তাই এমন শক্তি আছে যা অন্য দেশগুলোর হয়তো নেই।’

তিনি যোগ করেন, ‘ওবামা তাঁর বইয়ে এটি লিখেছেন। তার আত্মজীবনীতে যা লিখেছেন, তা পড়ুন। তিনি বইতে লিখেছেন ‘আমি যা খুশি তাই করতে পারতাম, শুধু ইসরায়েলের ক্ষেত্রে নয়। এর একটি কারণ আছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি বিপরীতভাবে কাজ করে। আমরা অনেক বিষয়ে একমত, দু’দেশের মধ্যে কোন সমস্যা নেই। অনেক সময় অনুমোদন নেয়ারও প্রয়োজন পড়ে না। তিনি (ট্রাম্প) বুঝতে পারেন যে আমাদের অস্তিত্বগত প্রয়োজন আছে।’

সূত্র: টাইমস অব ইসরায়েল।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]