রাজধানীর কলাবাগানে ভুয়া পুলিশ সেজে প্রতারণার সময় মোহাম্মদ বাবু মিয়া নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক হওয়া বাবুর বিরুদ্ধে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৮টি মামলা রয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে সেনাবাহিনী ও কলাবাগান থানা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েন তিনি।
পরে তার বাসায় অভিযান চালিয়ে পুলিশের পোশাক ও খেলনা রিভলবার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাবুর সহযোগী সিয়াম পালিয়ে গেছে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ভুয়া পুলিশ সেজে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে আটক বাবু। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা হয়েছে। পলাতক সিয়ামের সন্ধানে পুলিশের অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]