Print

SomoyKontho.com

করোনায় আক্রান্ত পূর্ণিমা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২২, ২০২২ , ৪:৫৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২২, ২০২২, ৪:৫৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

করোনায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। করোনা পরীক্ষা করালে আজ রিপোর্ট হাতে পান এবং তার ফল পজিটিভ আসে।
আজ রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে এমনটাই জানান। তিনি লেখেন, ‌‘কোভিড পজিটিভ’।

পূর্ণিমা বলেন, ‘এখন কাশি আর দুর্বলতাই বেশি ভোগাচ্ছে। চিকিৎসকের পরমার্শে আছি। সবার কাছে দোয়া চাই, যেন দ্রুত সুস্থ হতে পারি।’ আপাতত তিনি নিজ বাসাতেই বিশ্রাম নিচ্ছেন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

পূর্ণিমা বর্তমানে ‘টফি স্টার সার্চ’ নামের ট্যালেন্ট হান্ট শোর বিচারক হিসেবে কাজ করছেন। কনটেন্ট ক্রিয়েটরদের নানান প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার জন্য এটি আয়োজন করছে ‘টফি’ অ্যাপ। সেখানে পূর্ণিমার সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]