Print

SomoyKontho.com

আরও ৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২৫ , ৮:১৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৯, ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে এ সময় করোনায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৫ জনেই স্থির আছে।

আজ বুধবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রামে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে একজন ও ময়মনসিংহে ১৯ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত করোনায় মোট ২৫ জন মারা গেছেন। এরমধ্যে ১৩ জন নারী এবং ১২ জন পুরুষ।

এর আগে, মঙ্গলবার (৮ জুলাই) ৮ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়। এ সময় করোনায় এক জনের মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]