Print

SomoyKontho.com

মেহ্জাবীন-নিশোর ‘রেডরাম’

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২২ , ৫:১১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২২, ৫:১১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

প্রতিবেদক : টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশোর ওয়েব ফিল্মে অভিষেক আগেই হয়েছিল। এবার হলো হলো জনপ্রিয় অভিনয়শিল্পী মেহ্জাবীন চৌধুরীর। এরই মধ্যে ওয়েব ফিল্মের ট্রেলারও প্রকাশিত হয়েছে। চরকি প্রযোজিত এই ওয়েব ফিল্মের নাম ‘রেডরাম’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির পেজে উন্মুক্ত হয় সিনেমাটির ট্রেলার। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারটির প্রতিটি মুহূর্তই ছিল টান টান উত্তেজনা আর রহস্যঘেরা। ইতিমধ্যে সিনেমাটি নিয়ে দর্শক মহলে চলছে তুমুল আলোচনা। জানা যায়, রোমান্টিক হলেও ‘রেডরাম’ হচ্ছে ওল্ড স্কুল থ্রিলারধর্মী কাজ, যেখানে দর্শকেরা সারাক্ষণ শুধু অপরাধীকে খুঁজবেন। এখানে দর্শক অনেক প্রশ্নের উত্তর খুঁজবেন, কিন্তু সিনেমা শেষ না হওয়া পর্যন্ত কিছুই মেলাতে পারবেন না। সব রহস্যের উত্তর মিলবে ১৭ ফেব্রুয়ারি রাত ৮টায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পেজে উন্মুক্ত হয় সিনেমাটির ট্রেলার।

১ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারটির প্রতিটি মুহূর্তই ছিল টান টান উত্তেজনা আর রহস্যঘেরা বৃহস্পতিবার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পেজে উন্মুক্ত হয় সিনেমাটির ট্রেলার। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারটির প্রতিটি মুহূর্তই ছিল টান টান উত্তেজনা আর রহস্যঘেরা রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমার মধ্য দিয়ে মেহ্জাবীন চরকির সঙ্গে তাঁর যাত্রা শুরু করলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ রেডরামে-এ কাজের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি খুব ভালো। ভিকি ভাইয়ের গল্প বরাবরই আমার ভালো লাগে। এই গল্পটি পড়ার পর মনে হয়েছে, এটাই আমার ডেবিউ ফিল্ম হতে পারে। তারপর তো একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের রেডরামের পুরা টিম চমৎকার ছিল।’ কাজের অভিজ্ঞতা যদি বলি বলব, ‘এককথায় খুবই চমৎকার।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]