Print

SomoyKontho.com

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৫ , ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১১, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইউসুফ আলী (৬৫) নামের এক হাজতির মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ইউসুফ আলী ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে রাত ১০টার দিকে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ইউসুফ আলী ঢাকা মহানগরের কদমতলী থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]