Print

SomoyKontho.com

ট্রাম্পের নিরাপত্তায় ব্যর্থতার দায়ে সিক্রেট সার্ভিসের ৬ কর্মী সাময়িক বরখাস্ত

প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৫ , ৮:১৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১১, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়ে ৬ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। শুক্রবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

ওই ছয় কর্মীকে ১০ থেকে ৪২ দিনের জন্য বেতন ও সুযোগ-সুবিধা ছাড়া কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে কখন বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

গত বছর নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হন ডোনাল্ড টাম্প। পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত ওই জনসভায় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুলিটি তার কান ভেদ করে বেরিয়ে যায়। সে ঘটনার প্রেক্ষিতে ওইসময় দায়িত্বরত ৬ কর্মীকে বরখাস্ত করা হয়। তবে সেদিন তাদের কি দায়িত্ব ছিল তা জানা যায়নি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]