Print

SomoyKontho.com

ইসি গঠনে সার্চ কমিটিতে ৩২৯ জনের নাম

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২২ , ৫:১২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২২, ৫:১২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের জন্য ৩২৯ জনের নামের তালিকা জমা পড়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ১৩৬ জনের নাম প্রস্তাব এসেছে। বাকি নামগুলো এসেছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে করা প্রস্তাব থেকে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]