দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা। টাইগারদের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৪ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।
এদিন ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন পারভেজ ইমন। আর ৫ রান করে ফার্নান্দোর শিকারে পরিণত হন তানজিদ তামিম। ৩১ রান করে সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। তবে লিটন দাসের ৭৬ এবং শামীম পাটোয়ারির ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]