Print

SomoyKontho.com

মার্কিন শুল্ক ইস্যুতে সরকারকে সমন্বিত সহযোগিতা করা হবে: আমীর খসরু

প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৫ , ১০:৩৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৫, ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত অতিরিক্ত শুল্ক নিয়ে কাজ করবে বিএনপি। দেশটির বাজারে রফতানির সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত। নতুন এই শুল্ক মোকাবেলায় সরকারকে সমন্বিত সহযোগিতা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের চেয়ে ভারত ও ভিয়েতনামের চেয়ে আমাদের ট্যারিফ বেশি হলে তা বড় প্রভাব ফেলবে। এই সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির পক্ষ থেকেও সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ী নেতারা নেগোসিয়েশনকে শক্তিশালী করার কথা বলেছে। বিএনপির পক্ষ থেকে ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়েছে। নেগোসিয়েশনের সময় এখনও শেষ হয়নি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]