Print

SomoyKontho.com

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২৫ , ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৬, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।

বুধবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জ সদরের উলপুরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

পুলিশ জানায়, আজ গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা কর্মসূচি রয়েছে। সেটিকে বানচাল করতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেয়।আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]