Print

SomoyKontho.com

ভৈরবে সেনাবাহিনী ও পৌরসভার যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২৫ , ৭:১৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৭, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ভৈরব পৌরসভার যৌথ উদ্যোগে গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

১৭জুলাই, বৃহস্পতিবার ভৈরব শহরের পৌর মাতৃসদনে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ওই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারগণ চক্ষু, মেডিসিন ও গাইনি সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ওই ক্যাম্পেইনে ৬শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় আরও ৬০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

এই মেডিকেল কম্পেইন পরিদর্শন করেন ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন, পৌর সচিব মো: ফারুক, প্রধান প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন প্রমুখ।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন বলেন, সেনাবাহিনীর মাধ্যমে আজকে গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার সঙ্গে ঔষধ ও চশমা দেয়া হয়েছে। এই প্রতিকূল আবহাওয়ায় সেনাবাহিনী ও পৌরসভাসহ সকলের সম্মেলিত প্রচেষ্টায় গরীব ও অসহায় মানুষদের জন্য এই আয়োজন করা হয়। আগামীতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com