Print

SomoyKontho.com

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংশোধনী অনুমোদন

প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২৫ , ২:৪২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৪, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা৷

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সংশোধনী অনুমোদন দেয়া হয়।

বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করে উপদেষ্টা পরিষদ। এরপর তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

এছাড়াও বৈঠকে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়। এটি নিশ্চিতে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে বলেও জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com