আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী শেখ মোহাম্মদ শামীম বলেছেন, ভৌগোলিক কারণে আশুগঞ্জ ও সরাইল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি উপজেলা। বিশেষ করে শিল্প ও বাণিজ্য সমৃদ্ধ বন্দরনগরী আশুগঞ্জের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। অথচ এসব এলাকা বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত। তাই এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাপ্য উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রয়োজন সঠিক নেতৃত্বের।
তিনি বলেন, “দলীয় মনোনয়ন পেয়ে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে যথাযথ গুরুত্ব অনুযায়ী উন্নয়নের মাধ্যমে আশুগঞ্জ-সরাইলকে সমৃদ্ধ করে তুলতে কাজ করব।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে আশুগঞ্জ বন্দর এলাকার ভেনিস বাংলা রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা রওশন মোল্লা, উজ্জ্বল মুন্সিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শেখ শামীম আরও বলেন, “আজ আমাদের নেতাদের কথাবার্তা ও কাজে মিল নেই। রাজনীতি হয়ে গেছে নিজের আখের গুছানোর হাতিয়ার। আমি ছাত্রজীবন থেকেই মানবসেবার ব্রত নিয়ে রাজনীতি শুরু করেছি। তৃণমূল পর্যায় থেকে জনগণের সঙ্গে কাজ করে জাতীয় রাজনীতিতে এসেছি। ভবিষ্যতেও মানুষের সেবায় কাজ করতে চাই।”
শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলার উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিয়ে বলেন, “সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এই তিনটি খাতে দৃশ্যমান উন্নয়ন সাধনে কাজ করব।”
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “গণমাধ্যম একটি জাতির দর্পণ। আপনারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। আমার কোনো বিচ্যুতি ঘটলে আমাকে সজাগ করে দেবেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com