Print

SomoyKontho.com

ভৈরবে সাংবাদিককে হত্যার চেষ্টা

প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২৫ , ৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৯, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি:

মঙ্গলবার সকালে ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমান কে হত্যার চেষ্টায় কুখ্যাত মাদক কারবারি ও ছিনতাইকারী শাহিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । সাংবাদিক সোহেলুর রহমান ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব। এ ঘটনায় ভৈরব প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, বিএমইউজে ভৈরব উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাহিনসহ তার মূল হোতাদের গ্রেফতারের দাবি জানান। লিখিত অভিযোগে জানা যায়, গত ২৮ জুলাই সোমবার সাংবাদিক সোহেলুর রহমান তার ফেসবুকে কুখ্যাত ও একাধিক মাদক মামলার আসামি শাহিন কে গ্রেফতারের দাবি জানিয়ে পোষ্ট দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শাহিন তার দলবল নিয়ে গভীর রাতে ভৈরব পুর মধ্য পাড়ায় অবস্থিত সোহেলুর রহমানের বাস ভবনে গিয়ে প্রাণ নাশের হুমকি দেয় । এ ঘটনায় রাতেই বিষয়টি ফোনে তিনি আইনশৃঙ্খলা বাহিনী কে অবগত করেন। আজ সকালে সোহেলুর রহমান বাড়ি থেকে বের হয়ে ভৈরব বাজারে যাওয়ার পথে মনামরা ব্রিজ সংলগ্ন জান্নাত ফার্মেসি থেকে ঔষধ কিনতে গেলে শাহিন ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে । এ সময় আশ- পাশের লোকজন এসে শাহিন কে দুরে সরিয়ে দিয়ে সাংবাদিক কে রক্ষা করে ।

এ বিষয়ে সোহেলুর রহমান জানান,মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে আমি সামাজিক আন্দোলন গড়ে তুলি। শাহিন মাদক কারবারি ও ছিনতাইকারী। গত কয়েক দিন আগে জেল থেকে জামিনে এসে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে । তার বিরুদ্ধে ফেসবুকে পোষ্ট দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে গভীর রাতে আমার বাড়িতে এসে আমাকে প্রাণ নাশের হুমকি দেয় । আজ সকালে আবার ভৈরব বাজারে যাওয়ার পথে জান্নাত ফার্মেসির সামনে ধারালো অস্ত্র আমাকে হত্যার চেষ্টা করে । এ সময় লোকজন তাকে বাঁধা দিলে সে পালিয়ে যায় । এঘটনায় তার বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ।

তাছাড়া ভৈরব সেনা ক্যাম্প,র্যাব-১৪ সিপিসি-২, উপজেলা নির্বাহী কর্মকর্তা,পুলিশ সুপার কিশোরগঞ্জ বরাবর অনুলিপি দেয়া হয়েছে । এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার মোঃ ফুয়াদ রোহানী লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন। তাছাড়া সেনাক্যাম্প ও র‍্যাবের পক্ষ থেকে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com