Print

SomoyKontho.com

রিয়াল মাদ্রিদের দশ নম্বর জার্সিতে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পে

প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২৫ , ১:৪৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩০, ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গত মৌসুম শেষে লুকা মদ্রিচের বিদায়ের পর থেকেই আলোচনা চলছিল—কে হবেন রিয়ালের পরবর্তী নাম্বার টেন। আর সেখানেই জোরেশোরে উচ্চারিত হচ্ছিল কিলিয়ান এমবাপ্পের নাম। এবার আনুষ্ঠানিকভাবে সেই আইকনিক দশ নম্বর জার্সি পেলেন এই ফরাসি তারকা। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। দশ নম্বর জার্সিতে পোস্ট দেন এমবাপ্পেও, তার ভেরিফায়েড ফেসবুক পেজে।

মোনাকোয় থাকাকালীন ১০ নম্বর জার্সিতেই খেলতেন এমবাপ্পে। ফ্রান্সের হয়েও তার গায়ে থাকে এই আইকনিক নাম্বার টেন। যদিও ফরাসি ক্লাব পিএসজিতে তিনি পরতেন ৭ নম্বর জার্সি। এরপর গেল মৌসুমে পিএসজি থেকে রিয়ালে আসার পর ৯ নম্বর জার্সি গায়ে জড়িয়েছিলেন এই ফরোয়ার্ড। সব ঠিক থাকলে এবারের মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে দশ নম্বর জার্সিতে মৌসুম শুরু করবেন এমবাপ্পে।

শুধু এমবাপ্পেই নন, নতুন জার্সি নম্বর পাচ্ছেন রাউল এসেনসিওও। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা‘র তথ্যমতে, গেল মৌসুমে ৩৫ নম্বর গায়ে জড়ালেও লুকাস ভাসকেসের বিদায়ের পর তার ১৭ নম্বর জার্সি পেতে যাচ্ছেন এই সেন্টার ব্যাক।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com