Print

SomoyKontho.com

গঙ্গানগরে জমি সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: আগস্ট ২, ২০২৫ , ৪:৩৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের গঙ্গানগর মৌজায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ও বানোয়াট অভিযোগে সামাজিকভাবে হেয় করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুলগাঁও ও গঙ্গানগরের এলাকাবাসী।

শনিবার (০২ আগস্ট ২০২৫) দুপুরে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গঙ্গানগর মৌজায় .২৬ শতক জমি দীর্ঘদিন ধরে সাফকাওলা দলিলমূলে ভোগদখলে রয়েছেন মাসুদ পারভেজ, যিনি মুলগাঁও এলাকার বাসিন্দা। উক্ত জমি নিয়ে স্থানীয় সোহাগ খাঁ গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এ বিরোধকে কেন্দ্র করে গত ৩১ জুলাই সোহাগ খাঁ গংদের পক্ষ থেকে একটি ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে জমি সংক্রান্ত ইস্যুকে আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাসুদ পারভেজসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ তোলা হয়, যা পরবর্তীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার ও প্রকাশিত হয়।

এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে মাসুদ পারভেজসহ বক্তারা বলেন, মানববন্ধনের নামে এসব অভিযোগ উপস্থাপন করে উদ্দেশ্য ছিল সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা। তারা বলেন, এর মাধ্যমে একটি নিরীহ পক্ষকে জনমানসে হেয় করে নিজেদের সুবিধা আদায়ের অপচেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মোঃ আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় ব্যক্তি মো. বাবুল মিয়া ও মো. খায়রুল মিয়াসহ এলাকার সচেতন মহল।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com