রাকিবুল ইসলাম রাজন,বরগুনা প্রতিনিধি:
বরগুনায় বিচারকের আদেশ প্রাপ্ত আসামিকে কারাগারে নিয়ে যাবার পথে আদালত চত্বর হইতে মোঃ আল আমিন (৩০) নামের এক আসামি পালিয়েছে। আদালত পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (০৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার সময় কারাগারে নেয়ার উদ্দেশ্যে আসামি আল আমিনকে নিয়ে আদালত প্রাঙ্গণে রাখা গাড়ির কাছে আসলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ আরও জানায়, আসামি আল আমিন বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লেমুয়া গ্রামের মোঃ আলতাফ চৌকিদারের পুত্র।
মামলা সূত্রে জানা যায়, আল আমিনের স্ত্রী ময়না আক্তারের ২০১৭ সালের ৪৮নং পারিবারিক মামলায় রায় হলে ২০১৮ সালে ৩৬নং পারিবারিক ডিক্রি জারি মামলা করেন বাদী ময়না আক্তার। ওই মামলায় দীর্ঘদিন পলাতক ছিল আসামি আল আমিন। পরে শনিবার (০২ আগস্ট) রাতে পুলিশ গ্রেফতার করে আসামি পরের দিন সকালে আল আমিনকে আদালতে পাঠালে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আদালতের আদেশে আসামি আল আমিনকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য ০৩ জন কনস্টেবলকে সাথে নিয়ে এটিএসআই মোঃ আমিনুল আসামিকে আদালত চত্বরে রাখা গাড়ির কাছে নিয়ে আসলে আসামীর হাতে থাকা হাতকড়া খুলে পালিয়ে যায়।
বরগুনা জজ কোর্টের আইনজীবী অ্যাড. মোঃ আহসান হাবিব স্বপন জানান, ২০১৮ সালে আসামি মোঃ আল আমিনের আমি আইনজীবী ছিলাম। জামিনের পর সে দীর্ঘদিন পলাতক ছিল। আদালত থেকে আসামি পালিয়েছে শুনেছি। তিনি আরও বলেন, পুলিশের দায়িত্বে অবহেলা বিধায় আসামি পালাতে পেরেছে। আদালতের নির্দেশনা মেনে আসামিকে নিলে এমন ঘটনা হত না বলেও দাবি তার।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com