গাজায় আটক জিম্মিদের সাহায্যের জন্য রেড ক্রসের কাছে আবেদন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হামাসকে যুদ্ধবিরতি চুক্তি না চাওয়ার জন্য অভিযোগ করেছেন এবং গাজায় আটক জিম্মিদের জন্য খাদ্য ও চিকিৎসা সরবরাহ করতে ইন্টারন্যাশনাল রেড ক্রসের (ICRC) কাছে অনুরোধ জানিয়েছেন।
এই আবেদন আসে এমন সময়ে, যখন হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদ প্রকাশিত এক প্রচারণা ভিডিওতে দুই কৃশকায় ইসরায়েলি জিম্মিকে দেখানো হয়েছে—যা নিয়ে ব্যাপক জনরোষ তৈরি হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় তেলআবিবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ ‘যুদ্ধ বন্ধ করুন’ ও ‘কাউকে পেছনে ফেলে রাখা যাবে না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে নেতানিয়াহুকে জিম্মিদের মুক্তির চুক্তি করতে চাপ দেন।
গত সপ্তাহে, হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এভিয়াতার ডেভিড ও রোম ব্রাস্লাভস্কি নামে দুই ইসরায়েলি জিম্মিদের ভিডিও প্রকাশ করে, যেখানে তাদের শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় দেখা গেছে।
এই ভিডিও ইসরায়েল ও আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) ইসরায়েল ও অধিকৃত অঞ্চলে রেড ক্রস এই ভিডিওগুলোকে ‘বিভৎস’ বলে উল্লেখ করে বলেছে, ‘এই ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে হবে।’
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই ভিডিওগুলোকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস বলেছেন, ‘এই ছবিগুলো প্রমাণ করে, গাজার ভবিষ্যতে হামাসের কোনো ভূমিকা থাকা উচিত নয়।’
নেতানিয়াহুর অফিস জানিয়েছে, তিনি রেড ক্রসের আঞ্চলিক প্রধান জুলিয়েন লেরিসনের সাথে কথা বলে জিম্মিদের জন্য অবিলম্বে খাদ্য ও চিকিৎসা সরবরাহের অনুরোধ করেছেন।
একইসাথে, নেতানিয়াহু গাজায় দুর্ভিক্ষের অভিযোগ অস্বীকার করেছেন—যদিও জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা সংস্থা সতর্ক করেছে যে, গাজায় ‘দুর্ভিক্ষের মতো সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে।’
তবে হামাস জানিয়েছে, তারা জিম্মিদের জন্য খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে রেড ক্রসের কোনো অনুরোধকে ‘ইতিবাচকভাবে’ বিবেচনা করবে, তবে শর্ত হলো—গাজায় মানবিক করিডোর খোলা হতে হবে।
সূত্র: সিএনএন নিউজ।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com