Print

SomoyKontho.com

মাঝনদীতে পিটিয়ে ২ জনকে হত্যা

প্রকাশিত হয়েছে: আগস্ট ৪, ২০২৫ , ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৪, ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নৌকায় গরু নিয়ে যমুনা নদী দিয়ে যাচ্ছিল দুই ব্যক্তি। এসময়, সন্দেহ হলে তাদের নৌকা আটকায় আশপাশের মাঝি-জেলেরা। কথা বার্তায় সন্দেহ জোরদার হলে, মাঝনদীতেই তাদের পিটুনি দেয় ক্ষুব্ধরা। ঘটনাস্থলেই মারা যায় দু’জন।

মরদেহ দুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয়দের দাবি, কাজিপুর উপজেলার চর হতে ৫-৬ জন গরু চুরি করে নৌকা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি নজরে আসলে আরেকটি নৌকা দিয়ে তাদের ধরে ফেলেন স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের এবং হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com