Print

SomoyKontho.com

আম্পায়ারের সঙ্গে বাজে আচরণে শাস্তি পেলেন টিম ডেভিড

প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২৫ , ১০:৪০ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ৬, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আম্পায়ারের সাথে বাজে আচরণ করায় অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিডকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একইসঙ্গে, তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটারের বিরুদ্ধে আইসিসি খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও উঠেছে।

ডেভিড শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে একটি ঘটনার জন্য। সেই ম্যাচে পঞ্চম ওভারে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের একটি বল মোকাবেলা করার পর ডেভিড তার দুই হাত প্রসারিত করেছিলেন। আম্পায়ারকে মূলত ওয়াইড দেয়ার ইশারা করেছিলেন ডেভিড। তিনি মনে করেছিলেন, বলটা লেগ সাইডের বাইরে দিয়ে চলে গিয়েছিল।

সেই ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন লেসলি রাইফার ও জাহিদ বাসারাথ। টিভি ও রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন ডেইটন বাটলার ও গ্রেগরি ব্র্যাথওয়েট।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com