Print

SomoyKontho.com

চাল আমদানিতে আগ্রহী ব্যবসায়ীদের বরাদ্দ দেয়া শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৫ , ১০:১০ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

চাল আমদানিতে আগ্রহী ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে বরাদ্দ দেয়া শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার (১১ আগস্ট) প্রথম দফায় দেশের ২৪২টি আমাদানিকারক প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এরমধ্যে ৪ লাখ ৬১ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল আর বাকি ৩৯ হাজার মেট্রিকটন আতপ চাল রয়েছে। একেকজন আমদানিকারক ৫শ’ মেট্রিকটন থেকে ২০ হাজার মেট্রিকটন পর্যন্ত চাল আমদানি করতে পারবেন।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব চাল দেশে বাজারজাত করার শর্ত দেয়া হয়েছে। পাশাপাশি আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করনের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে বলা হয়েছে। আমদানিকৃত বস্তাতেই চাল বিক্রির শর্ত দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com