ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে সিরাজদীখানে বাস-ট্রাক সংঘর্ষে ১জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৭জন।
রোববার রাত ৯ টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানাতে পারেনি উদ্ধারকর্মীরা। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।