Print

SomoyKontho.com

স্বৈরাচার দেশ ধ্বংস করেছে, অভিজ্ঞতা থাকায় উত্তরণে সক্ষম বিএনপি: তারেক রহমান

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৫ , ১১:২২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৫, ১১:২২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

স্বৈরাচার পালিয়ে গেলেও সরকারি প্রতিটি সেক্টর ধ্বংস করে রেখে গেছে। দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় এই অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বিএনপি— এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১১ আগস্ট) নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেছেন, দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে। তারা জানে বিএনপি জনগণের ক্ষতি করে না, সেই ভরসা ধরে রাখার দায়িত্ব দলের নেতাকর্মীদের। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সামনে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

এদিকে, দীর্ঘ দেড় দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত দলটির তৃণমূলের নেতাকর্মীরা। আয়োজন ঘিরে ব্যানার, ফেস্টুন, তোরণ আর বিলবোর্ড দিয়ে সাজানো হয় শহরের বিভিন্ন রাস্তাঘাট।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com