Print

SomoyKontho.com

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৫ , ৯:৪১ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতির সময়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা এলাকা তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নাহিদ হাসান, শৈশব বেপারী, শিব্বির মন্ডল ও দিনার আহমেদ। তারা উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর থেকে অপরিচিত যুবকদের আনাগোনা বাড়ে আজুগিরচালার গুলিস্তান পার্কের সামনে। এসময় স্থানীয়দের সন্দেহ হলে, খবর দেওয়া হয় ছাত্রদলের নেতাকর্মীদের। পরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাঁর নেতাকর্মীদের নিয়ে ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করে পুলিশে দেয়।

তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com