Print

SomoyKontho.com

কলমাকান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৫ , ৫:১১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, অর্থনৈতিক অগ্রযাত্রার মূল শক্তি”—এই প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও কনফারেন্স রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইয়ুল ওয়াসিমা নাহাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, বর্তমান প্রজন্মের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল কারিগর। দক্ষতা, সততা ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে তারা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে পারে। আমরা চাই, প্রতিটি যুবক-যুবতী নিজেকে গড়ে তুলুক দায়িত্বশীল ও সৃজনশীল নাগরিক হিসেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মুমিনুল ইসলাম, পল্লি দারিদ্র্য বিমোচন কর্মকর্তা রবিন্দ্র চন্দ্র সরকার, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, উদ্যোক্তা জহিরুল ইসলাম মামুন, মো. শফিকুল ইসলাম ও নজরুল ইসলাম।

আলোচনা সভা শেষে নির্বাচিত যুবকদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com