Print

SomoyKontho.com

আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল: মার্কিন প্রতিবেদন

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২৫ , ৯:২৯ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১৩, ২০২৫, ৯:২৯ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল। মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন-২০২৪ এ বলা হয়েছে এ কথা।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত হয় এই রিপোর্ট। এতে উল্লেখ করা হয় জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ড. মুহম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়।

সেইসাথে, বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় রিপোর্টে। উল্লেখ করা হয় হত্যা, গুম, নির্যাতন, বিচারবহির্ভূত আটক, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের ওপর কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন ইস্যু।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com