Print

SomoyKontho.com

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ৭ হাজার পরিবার

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২৫ , ৮:৫০ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১৪, ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা দু’দিন বিপৎসীমার ওপরে তিস্তা নদীর পানি প্রবাহে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬টায় পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে প্লাবিত হয় হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারী ও সদরের ২০টি গ্রামের নিচু এলাকা।

এর ফলে পানিবন্দি হয়ে পড়েছে ৭ হাজার পরিবার। বানের জলে তলিয়েছে গ্রামীণ সড়ক, রোপা আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল। ভেসে গেছে পুকুরের মাছ। পানি ওঠায় বন্ধ করে দেয়া হয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। অনেকে গৃহপালিত পশু নিয়ে আশ্রয় নিয়েছে বাঁধ ও উঁচু স্থানে। পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারাজের ৪৪টি জলকপাট।

পাউবো জানিয়েছে, আগামী দুই দিন এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com