Print

SomoyKontho.com

আগামী সপ্তাহেই ভোটের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২৫ , ১১:২৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৪, ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কমিশনের বৈঠকে ভোটের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহেই তা প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে বা কী কী বিষয় থাকবে তা পরবর্তী সময়ে জানানো হবে।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব বলেন, প্রবাসী ভোটের পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে। এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সকলকে জানানো হবে। এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন। সেই আবেদনগুলোর যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com