Print

SomoyKontho.com

মোস্তফা সরয়ার ফারুকী শঙ্কামুক্ত

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৭, ২০২৫ , ৭:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১৭, ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, মোস্তফা সরয়ার ফারুকীকে জরুরী বিভাগে স্যালাইন দেয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ইসিজিতে হার্টে কোন সমস্যা ধরা পড়েনি। তিনি ভালো আছেন। অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এদিকে সংস্কৃতি উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এক ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা শংকামুক্ত বলে জানান। তিনি পোস্টে লেখেন, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন।চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।আপাতত তিনি আশংকামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com