Print

SomoyKontho.com

পাঁচলাইশে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০১৬ , ১:০৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১০, ২০১৬, ১:০৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নগরীর পাঁচলাইশে দুই ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ২টার দিকে পাঁচলাইশ থানার প্রবর্তক সংঘের পাহাড়ের কবরস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফয়েজ মাহমুদ (২৫) ও মো.হানিফ (২০)। এদের মধ্যে ফয়েজ মাহমুদের বাড়ি চট্টগ্রামের আমিরাবাদে ও হানিফের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়।

চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,‘নগরীর প্রবর্তক সংঘের পাহাড়ে  ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে একদল ডাকাত এমন খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ঘিরে ফেলে। এসময় পুলিশের ধাওয়া খেয়ে ৫ জন পাহাড়ের উপর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও  দু’জনকে আমরা হাতেনাতে অস্ত্রসহ গ্রেপ্তার করি।’

এ ঘটনায় পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান পাঁচলাইশ থানার এ পরিদর্শক।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]