Print

SomoyKontho.com

জাপানের কাছে হার, পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২৫ , ৭:৫০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

এশিয়া কাপ হকিতে পঞ্চম স্থান নির্ধারণী জাপানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই জয়ে সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে জাপান।

রোববার (৭ সেপ্টেম্বর) ভারতের রাজগিরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে পঞ্চম–ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-১ গোলে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম।

ফলাফলের প্রেক্ষাপটে অবশ্য বিশ্বকাপের বাছাইপর্বে স্বপ্ন টিকে আছে বাংলাদেশের। সেক্ষেত্রে বাংলাদেশকে খেলতে হবে তিন ম্যাচের প্লে অফ সিরিজ। প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান।

জাপানের বিপক্ষে প্রথম কোয়ার্টারে বেশ কিছু আক্রমণ করেও জালের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ২ গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয় কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোন দল। পরের কোয়ার্টারে আর দুই গোল করে জাপান। আর চতুর্থ কোয়ার্টারে জাপান আরও এক গোল দেয়। বিপরীতে আমিরুল ইসলামের ফিল্ড গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। মিনিট তিনেকের মধ্যে আরও এক গোল দিয়ে ৬-১ ব্যবধানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেয় জাপান।

উল্লেখ্য, ‎১৯৮২ থেকে এখন পর্যন্ত মোট ১২ বার এশিয়া কাপ হকিতে অংশ নিয়েছে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ সাফল্য একবার পঞ্চম হওয়া।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com