Print

SomoyKontho.com

পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক: জাপা

প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২২ , ২:৫৯ অপরাহ্ণ | আপডেট: জুন ১২, ২০২২, ২:৫৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বৈধতা দেওয়া মানে পাচারকেই উৎসাহিত করা। এতে টাকা পাচার ও দুর্নীতি বেড়ে যাবে।

রোববার (১২ জুন) দুপুরে বনানী কার্যালয় মিলনায়তনে মেজর (অব.) গাজী মো. মাকসুদ উর রহীম তার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় জিএম কাদের এ কথা বলেন।

তিনি বলেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করেন তাদের বিচারের মুখোমুখি করা উচিৎ। আমরা দীর্ঘদিন ধরে পাচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। আমরা এখনো চাই পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিচারের মুখোমুখি করা হোক।

এসময় উপস্থিত ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় সদস্য মিথিলা রওয়াজা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]