Print

SomoyKontho.com

রজনীকান্ত-ধানুষের বাড়িতে বোমা আতঙ্ক, রহস্য উদঘাটন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৫ , ২:২৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বোমা রাখা আছে দক্ষিণী তারকা রজনীকান্ত এবং ধানুষের বাড়িতে! এমন খবরে তোলপাড় চেন্নাই। একটি মেইলের মাধ্যমে খবরটি আসে গত সোমবার। তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের মেলে আসে এই হুমকিবার্তা।

সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এই দুই তারকা অভিনেতার চেন্নাইয়ের বাসভবন। নিরাপত্তা বাড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় তদন্ত।

তদন্ত শেষে পুলিশ জানায়, ওই হুমকিবার্তা ভুয়া। একে সাইবার ক্রাইমের ভাষায় ‘হোয়াক্স’ মেল বলা হয়। সম্প্রতি এ রকম ভুয়ো মেল যখন-তখন পৌঁছে যাচ্ছে তামিল তারকাদের কাছে। এর ফলে প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুগছেন তারা।

পুলিশ আরও জানায়, এর আগে একই ভাবে হুমকির শিকার হয়েছিলেন আরেক অভিনেত্রী তৃষা কৃষ্ণন। এ তালিকায় আরও আছেন ইল্লাইরাজা, বিজয়সহ আরও অনেকে। তালিকায় নতুন সংযোজন রজনীকান্ত, ধানুষ এবং তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে. সেভালপেরুনথাগাই।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com