Print

SomoyKontho.com

হলিউডের কথিত প্রযোজক ডেভিড ব্রায়ানের ১৪৬ বছরের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২৫ , ১০:২৭ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

হলিউডের তথাকথিত প্রযোজক ডেভিড ব্রায়ান পিয়ার্সকে (৪২) দুই মডেলের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪৬ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি আদালত।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক এলেনর হান্টার বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জুরি বোর্ড পিয়ার্সকে দুইটি প্রথম-ডিগ্রি হত্যার মামলা এবং একাধিক যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত করে।

রায়ের ঘোষণার সময় পিয়ার্সের মধ্যে কোনো অনুতাপ দেখা যায়নি।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১৩ নভেম্বর রাত তিনটার দিকে লস অ্যাঞ্জেলেসের একটি পার্টিতে পিয়ার্সের সঙ্গে ওই দুই মডেলের দেখা হয়। এরপর প্রায় দুই ঘণ্টা পরে তারা পিয়ার্সের সঙ্গে একটি ফ্ল্যাটে গিয়ে দেখা করেন। সেখানে পিয়ার্স তাদের জিএইচবি এবং ফেন্টানাইল মাদক নিতে প্ররোচিত করেন।

এরপর তিনি ওই দুই নারীকে দুটি পৃথক হাসপাতালে মৃত অবস্থায় রেখে পালিয়ে যান।

বিশ্লেষকরা মনে করছেন, এই রায় হলিউডের গ্ল্যামারের আড়ালে ঘটে যাওয়া অন্ধকার দিকের একটি গুরুত্বপূর্ণ নজির। তবে পিয়ার্সের রায় কার্যকর হওয়ার পর তার পক্ষে আপিলের সুযোগ থাকছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com