Print

SomoyKontho.com

ভোটকেন্দ্রের গোপন কক্ষে কাউকে উঁকি দিতে দেখা যায়নি : ইসি

প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২২ , ৪:২৯ অপরাহ্ণ | আপডেট: জুন ১৫, ২০২২, ৪:২৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) দাবি, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে কাউকে উঁকি দিতে সিসিটিভিতে দেখা যায়নি। দেশের বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণে রাজধানীর নির্বাচন ভবনের একটি কক্ষে স্থাপিত সিসি ক্যামেরায় কাউকে গোপন কক্ষে উঁকি দিতে বা দুজনকে দেখা যায়নি বলে আজ বুধবার জানানো হয়েছে।

যদিও কুসিক নির্বাচনে দৈয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা বুথে এক পোলিং কর্মকর্তাকে উঁকি দেওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। সূত্র জানায়, সবগুলো গোপন কক্ষই সিসি ক্যামেরার আওতায়। তাতে গোপন কক্ষে কাউকে উঁকি দিতে দেখা যায়নি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]