Print

SomoyKontho.com

হৃদয় বরফ জল

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২৫ , ১০:১৮ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

 

সেদিন একা দিনের শেষে সূর্য পাটে তারার ফাঁকে চন্দ্র এলে
মেঘের ডাকে বসে আমি ল্যাপটপ নিয়ে
বোধের ভাষায় বনের অলি একটু ঘুরে মনের গলি
আঁকড়ে ধরে তানের তুলি ঘরে ফেরে অন্ধ ওলি
গুছিয়ে সব স্বপ্নগুলি আঁকে আতে রঙের-হোলি

মনের ভুলে তোমায় তুলে শান্ত শরণ শয্যা পাতে
বৃন্ত বেঁকে লজ্জা ঢেকে বুধের রাতে
ধরলো বুকে লাল করবী
অধীর রাগে রাগ-পুরবী হোঁচট খেয়ে তিনের তালে
ভাবের ভাবে ভাবনাগুলো আছড়ে পড়ে মনের চালে।

তুমি তখন স্তব্ধ শুয়ে মাথা নুয়ে মুখটা ধুয়ে
স্বচ্ছ নীলের সবল স্ক্রিনে
আমি গরম হাতটি রেখে নরম প্যাডের আস্তানাতে
ঘুরছি ঘোরে খুঁজছি জোরে।

কোথায় ছিলে কোথায় যাবে ভেবে ভেবে আলতো ছোঁয়ায়
ভ্রান্ত আমি মনের ধোঁয়ায়
রাখি তুলে মনের ভুলে সঙ্গোপনে
দেখছি তোমার এপাশ ওপাশ মাথা থেকে পায়ের পাতা
পুড়ছে হৃদয় ঘুরছে যাঁতা
একটি টিপে আলোর দ্বীপে হারিয়ে গেলে মেঘের পালে
ইন্দ্রজালে এক নিমিষে!

বসে আমি খুঁজছি তোমায় হারিয়ে দিশে আগুন পিষে
রাত পেরিয়ে ডাকছে নিশে নিরুদ্দিশে
বুঝছি আমি ভুল করেছি শক্তভাবে হাল ধরেছি
কবিতার এই সাগর-জলে অথইজালে
ঢেউয়ের তালে ময়ূর পাখায় আলোর ছটায়
ক্রন্দসীর ঐ শাঁখায় শাঁখায়

কাঁদছি আমি ভাসছি জলে পড়ছি মনে হাঁটছি বনে
গড়ছি আবার তিলে তিলে খালে বিলে শান্ত ঝিলে
ডুবলে চাঁদে পরীর ভোরে ঘুমের ঘোরে
দোরে দোরে জানালার অই বদ্ধ কাচে
যখন তোমার সুরের ঝিলিক দুলে দুলে অন্ধ নাচে
যায় হারিয়ে অচিনপুরে ঐ সুদূরে

হয়তো কোথাও সাগরতলে ঠাণ্ডা জলে পাথরকুচি
শেওলা-শামুক ইলের বনে একটু ঝুঁকে
নয়তো কোনো হাঙর-মুখো চিলের বুকে
পাইনা হদিস অন্তকালে
হৃদয় জ্বলে মরুর রোদে অগ্নিগিরির লাভার লালে
অগ্নি বলয় চোখে গিলে নোনা জলের নীরব স্রোতে
সিক্ত আমি ভাসছি নীলে জলদ-মেঘের সখ্য করে

ডুবছে হৃদয় বরফ জলে দুখের সাগর খেই হারিয়ে
ঠায় দাড়িয়ে পড়ছে ঝরে যেমনি পড়ে
খালি বাড়ির সুরকি বালি খাঁড়ের আলি
ধারের জালে থুবড়ে পড়ে মূর্ছনাতে
নীহার রাতের বিহার যেমন মৌলি দেখে হা-হুতাশে স্বপ্ন পোষে

ভাবছি শেষে অরুণ-ভোরের তরুণ রোদে,
মোক্ষ-কালে রোদসীর ঐ রাকা রাতে এমনি চাঁদে
যাওয়ার যে সে যাবেই যাবে;
যে হারাবার হারিয়ে যায় ঐ প্রকৃতির এ আহ্লাদে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com