Print

SomoyKontho.com

পদ্মা সেতুর নামে হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২২ , ১০:৪৮ অপরাহ্ণ | আপডেট: জুন ১৫, ২০২২, ১০:৪৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক
১৫ জুন ২০২২

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর এ টেস্ট সিরিজের নামকরণ করা হলো পদ্মা সেতুর নামে।

সিরিজের আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’ সিরিজটির অফিসিয়াল লোগোতেও ঠাঁই পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক ওপরেই রয়েছে পদ্মা সেতুর ছবি।

আগামীকাল বৃহস্পতিবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন।

উল্লেখ্য, আগামী ২৫ জন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]