ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
জিয়া পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটিতে আলহাজ্ব এ. বি. এম. মোমিনুল হককে আহ্বায়ক এবং অ্যাড. শামীমা আক্তারকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. আবদুল লতিফ ও মহাসচিব মোঃ আব্দুল হাই স্বাক্ষরিত এ আহবায়ক কমিটি জেলা সংগঠনের ভেরিফাই ফেসবুক পেইজে প্রচার করা হয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে জিয়া পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অনুমোদন করা হয়।
ঘোষিত আহবায়ক কমিটিতে মোট ১৫ সদস্য স্থান পেয়েছেন। তারা হলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকিরুল ইসলাম চৌধুরী (ভিপি লিটন), মোঃ আসাদুজ্জামান , হাজী ইমাম আহমেদ খান, আরমানুল ইসলাম লিটন ও শরীফুল ইসলাম মালদার, সদস্য গোলাম হোসেন মাস্টার, হুমায়ূন কবির, আতিকুল রহমান শাকিল, তাজুল ইসলাম, ফরিদ চৌধুরী, সোঃ আক্তার হোসেন, অ্যাড. আলী আজম চৌধুরী ও ডাক্তার হেলার চৌধুরী
অনুমোদিত আহবায়ক কমিটিকে পরবর্তী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com