রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ কোটায় বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতাল পালন করছে কয়েকটি সংগঠন। এতে আটকা পড়েছেন জেলায় অবস্থান করা পর্যটকরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এর আগে গতকাল কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে বুধবার এই কর্মসূচি ঘোষণা করা হয়।
হরতালের কারণে বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস চলাচল। এছাড়া শহরে চলছে না সিএনজি অটোরিকশা। বন্ধ বিভিন্ন উপজেলা রুটে নৌযান চলাচল। আটকা পড়েছেন পর্যটকরা। বন্ধ শহরের বেশিরভাগ দোকানপাট।
উল্লেখ্য, গত শুক্রবার জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা ঘিরে নানা অসঙ্গতি আর অনিয়মের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন আন্দোলকারীরা।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com