Print

SomoyKontho.com

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে ৩৮৭ রানে লাঞ্চে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২০, ২০২৫ , ১:০৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২০, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মিরপুর টেস্টে মুশফিকুর রহিমের পর লিটন দাসও শতক হাঁকিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শতক করলেন লিটন। এ নিয়ে লিটনের ঝুলিতে জমা হলো পাঁচটি টেস্ট সেঞ্চুরি।

দিনের শুরুতে ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক পেসার জর্ডান নিলের করা দিনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে নিজের শততম টেস্ট ম্যাচে শতক হাঁকান। সবার চোখ ছিল তখন মুশফিকের দিকে।

তবে আড়ালে থেকে নিজের কাজটা ঠিকই করে গেছেন লিটন। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনেরও শততম ম্যাচ ছিল এটি। বিশেষ এই ম্যাচটি সেঞ্চুরি করে রাঙালেন লিটন। সবশেষ গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৮৭ রান। চলছে লাঞ্চের বিরতি। লিটন দাসের সঙ্গে মেহেদী হাসান মিরাজ ৭৮ বলে ৩০ রানে অপরাজিত আছেন।

এর আগে, গতকাল বাংলাদেশ প্রথম দিনের দিনের খেলা শেষ করেছিল ২৯২ রানে ৪ উইকেট হারিয়ে। বড় সংগ্রহের শুরুটাও ভালো ছিল। ওপেনিংয়ে ৫২ রানের জুটি গড়েন সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয় (৩৪)।

তিনে নেমে ফিফটি করে আউট হয়েছেন মমিনুল হক। ৬৩ রানে আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গ চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন তিনি। পরে নাজমুল হোসেন শান্ত নেমে ভালো করতে পারেননি। তিনি মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন।

পরে লিটন দাস ক্রিজে নেমে মুশফিককে যোগ্য সঙ্গ দেন। তাদের দুজনের দারুণ জুটিতে প্রথম দিন শেষে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com