Print

SomoyKontho.com

পাঁচ দাবিতে বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতসহ ৮ ইসলামী দল

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২০, ২০২৫ , ১:১১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২০, ২০২৫, ১:১১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

৫ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান দলগুলোর নেতারা।

বক্তারা বলেন, ৫ দফা দাবি থেকে তারা এখনও সরে আসেনি। আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেয়ার চেষ্টা হলে তা মানবে না ৮ দল।

এ সময় তারা ৮ দলের পরিধি বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন। পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং ৫দফা দাবি আদায়ের আন্দোলন একইসাথে চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com