বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের রায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এই রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের ফসল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফ্রি মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প’ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার না থাকায় মানুষকে অনেক ত্যাগ স্বীকার করে করতে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান হবে।
এ সময় ধানের শীষ বঞ্চিতদের এনসিপিতে মনোনয়ন দেয়ার ঘটনা বিএনপির ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন আমীর খসরু।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com